গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়
দাউদকান্দি, কুমিল্লা।
’’সিটেজেন সার্টার’’
উপজেলা পরিবার পকিল্পনা কার্যালয় কর্তৃক সেবা সমূহ ।
· জনসংখ্যার তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হয়।
· মা শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের জনসংখ্যা ভিত্তিক বাৎসরিক প্রজেকশন অনুযায়ী পরিকল্পনা প্রনয়ন করা হয়।
· কর্মসূচীতে ব্যবহার্য জন্ম নিয়ন্ত্রন সামগ্রী,ঔষধ,যন্ত্রপাতির প্রয়োজনীয়তা নির্ধারন এবং যথাযথ কর্তৃপক্ষ হইতে সংগ্রহ করন, এবং সকল পর্যায়ে সরবরাহ করা হয়।
· ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অবস্থিত অবকাঠামো তত্বাবধান করা হয়।
· সেবা গ্রহন কারীদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে ব্যাক্তিগত চাহিদাকে গুরুত্ব দিয়ে পছন্দ সই গোপনীয়তা সহ সেবা প্রদান করা হয়।
· উপজেলার নিম্ন পর্যায়ের কর্মকর্তা / কর্মচারীদে কে তত্বাবধান করা হয় ।
· পুরুষ ও মহিলা স্থায়ী পদ্ধতী এবং ইমপ্লানন গ্রহীতাদেরকে সেবা প্রদান করা হয়।
· স্যাটেলাইট ক্লিনিক সংগঠনের মাধ্যমে সেবা কেন্দ্র হইতে দূরবর্তী এলাকায় মা শিশু স্বাস্থ্য ও ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়।
· পরিবার পরিকল্পনা সেবা গ্রহনকারীদের পার্শ্ব প্রতিক্রিয়া জনিত চিকিৎসা সেবা প্রদান করা হয় ।
· বন্ধা দম্পতিদের সন্তান ধারনে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করা হয়।
· সম্প্রসারিত টিকা দান কর্মসূচীতে সরাসরি অংশগ্রহন সহ জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টি ও উদ্ভুদ্ব করা হয়।
· পরিবার পরিকল্পনা কার্যক্রমের সংযুক্ত বেসরকারী সংস্থা সমূহের কাজের সমন্বয় সাধন ।
· উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক আদেশকৃত অপরাপর কাজ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS