সারাদেশের মত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব যক্ষ্মা দিবস ২০২৪ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার (২৪ মার্চ) দুপুরে হাসপাতাল চত্তরে একটি বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নূর-এ-আলম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ সাইফুল ইসলাম।
এই সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ এস.এম তারেক আনাম, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামছুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজেমুল হক, ডাঃ এসএম দিপন, ডাঃ প্রবাল সরকার, ডাঃ মো. ফারুক প্রধান, ফাতেমা জাহান শিমুল, জাকিয়া জয়নাল, বায়তুল জাবিন সেতু, ফারজানা জামান পুনম, আলমগীর হোসেন ও মোঃ আলামীন, পিএইচটিসি নতুন দিনের ফিল্ড সুপারভাইজার আইরিন সুলতানা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS