কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সারা দেশের ন্যায় জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নূর এ আলম খান, নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজগর হোসেন, পাকুন্দিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান টিটু, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজিমুল হকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
৬-১১ মাস শিশু ৪৩০০ জন এবং ১২-৫৯ মাসের শিশু ৩৩০৯৭ জনকে ভিটামিন এ+ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
একটি স্থায়ী কেন্দ্রসহ ২৪৮টি অস্থায়ী ভেন্যুতে একযোগে এ+ ক্যাম্পেইন খাওয়ানো হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস